14 July 2016

বেলডাঙ্গায় ধৃত ১ ছিনতাইকারী



ছিনতাই করার সময় এক ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলল  স্থানীয় মানুষেরা এবং গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল। ঘটনাটি ঘটেছে ১৩ জুলাই বুধবার দুপুরে বেলডাঙ্গার পাওয়ার হাউসপাড়ায়। পেশায় ব্যবসায়ী মুনাইন সেখ বুধবার দুপুরে বেলডাঙ্গার স্টেট ব্যাঙ্ক থেকে ৩ লক্ষ টাকা তুলে মোটর সাইকেলে করে মহ্যমপুরে বাড়ি ফিরছিল। ব্যাঙ্ক থেকে চার যুবক তাকে অনুসরন করতে থাকে। মুনাইন সেখ জানান-- যুবকদের চালচলন ও গতিবিধি দেখে আমার সন্দেহ হয়। মোটর সাইকেলে চেপে তারা আমার পেছনে পেছনে আসে। পাওয়ার হাউসপাড়ায় আমি রাস্তায় মোটর সাইকেল রেখে একটি দোকানে ঢুকি। মোটর সাইকেলের টুলবক্স ভেঙে টাকা ছিনতাই করতে যায় চার যুবক। ওঁত পেতে থাকা লোকজন তাদের একজনকে ধরে ফেলে। পুলিশ সুত্রে জানা যায়, ধৃত ছিনতাইকারীর নাম শঙ্কর দাস। অপর তিন ছিনতাইকারীর খোঁজে বেলডাঙ্গা থানার পুলিশ তল্লাশি চালাচ্ছে। 

No comments:

Post a Comment