14 July 2016

শিশু পড়ুয়াদের জন্য পরিশ্রুত পানীয় জল


এবার থেকে নেতাজি পার্কের শিশু পড়ুয়াসহ এলাকাবাসী সকলেই সর্বক্ষণ সানন্দে পরিশ্রুত ঠাণ্ডা পানীয় জল পাবে। ঠাণ্ডা পানীয় জল পরিষেবার শুভ উদ্ধোধন করলেন নেতাজি পার্কের সম্পাদক মৃণালক্রান্তি সিনহা। সাবু ফাউন্ডেশন-এর (কলকাতা) সৌজন্যে পাওয়া মেশিনটি চালু হল ১৪ জুলাই ২০১৬ থেকে। উপস্থিত ছিলেন সাবু ফাউন্ডেশন-এর পক্ষ থেকে বিমল কুমার বড়দিয়া ও শ্রী বিকাশ বড়দিয়া। এছাড়াও ছিলেন চন্দিনাথ সিনহা, সন্ত্রা কুমার আরয়া ও ডা. রবীন্দ্রনাথ ঘোষ। অনুষ্ঠানে বিনামূল্যে ব্লাডপ্রেসার ও ব্লাডসুগার পরীক্ষা করা হয়। 

No comments:

Post a Comment