13 July 2016

বেলডাঙ্গায় নাবালিকার বিয়ে রুখলেন বিডিও


ওয়েব ডেস্ক: বেলডাঙ্গায় ১৫ বছরের নাবালিকার বিয়ে রুখলেন বেলডাঙ্গা-১ ব্লকের বিডিও শুভ্রাংশু মণ্ডল। নাবালিকা পুলিন্দা গার্লস হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী। নাম ওয়াজিদা সুলতানা(১৫)। বাড়ি পুলিন্দা মোল্লা পাড়া। তার ১৩ই জুলাই বুধবার  বিয়ে ঠিক করে পরিবারের লোকজন। পরিবারে মা বাবা ও দুই ভাই। বাবা সৈকত আলী পেশায় চাষি, মা গৃহবধূ। প্রথমে নাবালিকার বিয়ের খবর পায় নেতাজি পার্ক পারিবারিক পরামর্শদান সংস্থা। তারা খবর পেয়ে বিডিও-এর সঙ্গে যোগাযোগ করে ১২ই জুলাই মঙ্গলবার সন্ধ্যায় বিয়ে রুখতে সচেষ্ট হন। নেতাজি পার্ক পারিবারিক পরামর্শদান সংস্থার পারিবারিক পরামর্শদাতা সন্তু কুমার দে বলেন, ‘নাবালিকার বিয়ে ঠিক হয় ওই গ্রামের একটি ছেলের সঙ্গে। এই অল্প বয়েসে বিয়ে করতে চাইছিল না ওয়াজিদা সুলতানা। সে আরও পড়তে চায়।' 

      বেলডাঙ্গা-১ ব্লকে উদ্যোগে সামাজিক বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রাম চলছে। আর এই সচেতনতামূলক প্রোগ্রামগুলি যাতে সাধারণ মানুষের মধ্যে বেশি করে গ্রহনযোগ্যতা আসে তার জন্য এখন বিডিও নিজে উদ্যোগ নিয়েছেন। বেলডাঙ্গা-১ ব্লকের বিডিও শুভ্রাংশু মণ্ডল বলেন, ‘আমি খবরটা পেয়ে ঘটনাস্থলে যাই এবং পরিবারের লোকদের বুঝিয়ে বিয়েটা বন্ধ করি। মেয়ের বাবা সৈকত আলী ঘটনার ভুল স্বীকার করে নিয়ে ক্ষমা চেয়ে নেন।' মেয়ের বাবা সৈকত আলী বলেন, ‘আমার মেয়ের জন্য ভাল ছেলে পাওয়ায় লোভ সামলাতে পারিনি। এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। তাই আমার মেয়ের আমি নির্দিষ্ট বয়েসের আগে বিয়ে দেব না।'

No comments:

Post a Comment