29 July 2016

স্কুল পড়ুয়াদের সঙ্গে নিয়ে পথ সচেতনতায় আদ্রা থানার পুলিশ


পুরুলিয়া, ২৯ জুলাই : পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে ও আদ্রা থানার পরিচালনায় এলাকার স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের নিয়ে এক পথ সভার আয়োজন করা হয়। এই পথ সভায় স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের পায়ের সাথে পা মিলিয়ে আদ্রা শহর পরিক্রমা করে রঘুনাথপুর মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ ব্যানার্জি, কাশীপুর সিআই সত্যব্রত চক্রবর্তী ও আদ্রা থানার ওসি পঙ্কজ সিংহসহ আরো অনেকেই। এরপরে আদ্রা কাশীপুর ট্রাফিক মোড়ে ওই ছাত্রছাত্রীরা রাস্তায় যাতায়াত করা প্রত্যেক বাইক আরোহীদের চকলেট ও গোলাপফুল দেয় এবং হেলমেট পড়তে অনুরোধ করেন। এসডিপিও অভিজিৎ ব্যানার্জি বলেন -- পথ দুর্ঘটনা রুখতে রাজ্যের মুখ্যমন্ত্রী যে অভিনব পদক্ষেপ নিয়েছে " SAFE DRIVE SAVE LIFE"- অর্থাৎ হেলমেট পড়ুন এবং নিজের জীবনকে বাঁচান।

No comments:

Post a Comment