শান্তনু দাস(পুরুলিয়া), ২৪ জুলাই : পিছিয়ে পড়া পুরুলিয়া জেলার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে এবং বলরামপুর পুলিশের পরিচালনায় রানাডি ভোজনাশ্রম উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে বিনামূল্যে আজ এক কোচিং সেন্টারের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার রুপেশ কুমার। জানা যায় রাজ্য পুলিশের এই অভিনব পদক্ষেপ সারা রাজ্যের মানুষের কাছে এক দৃষ্টান্ত। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী সন্ধ্যারানী টুডু, জেলা সভাধিপতি সৃষ্টিধর মাহাতো, বলরামপুর থানার ওসি সুদীপ হাজারাসহ প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্রছাত্রীরা। বলরামপুর থানার ওসি সুদীপ হাজারা জানান, জেলা পুলিশের নির্দেশ অনুসারে বর্তমানে ১১৯ জন শিক্ষিত বেকার ছাত্রছাত্রীদের নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিযোগিতা মূলক এই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠলো। সপ্তাহে তিনদিন প্রশিক্ষণ দেওয়া হবে ৩৫ জন প্রশিক্ষক নিয়ে। প্রতিটি গ্রুপকে এক বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হবে। পুলিশ সুপার রুপেশ কুমার বলেন- এই প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে এই জেলার বেকার যুবক-যুবতিরা প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে এবং তারা সাফল্য পাবে।ফলে কর্মসংস্থানের উন্নয়ন হবে।


No comments:
Post a Comment