পুরুলিয়া,পাড়া, ২৯ জুলাই : পুরুলিয়া জেলার পাড়া থানার বনবেড়িয়া গ্রামে ধান রোপন করতে গিয়েছিল  সরলা রায়(৪৫),উত্তরা বাউরি(৪২),মাধুরী বাউরি(৪৮) এবং ফুলমনী রুহীদাস। মাঠে কাজ করার সময় হঠাৎ বাজ পড়লে সরলা রায়,  উত্তরা বাউরি ও মাধুরী বাউরি ঘটনাস্থলেই মারা যান বলে জানা যায়। ঘটনাস্থলেই পাড়া থানার পুলিশ গিয়ে দেহগুলি উদ্ধার করে রঘুনাথপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক  তাদের মধ্যে ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন। ফুলমনী রুহীদাস বর্তমানে গুরুতর আহত অবস্থায় রঘুনাথপুর মহকুমা হাসপাতালে ভর্তি আছেন। 
 


 
No comments:
Post a Comment