11 July 2016

পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর পথ সচেতনতা শিবির


শান্তনু দাস(পুরুলিয়া): পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে নিতুড়িয়া থানার সরবড়ি গ্রামের সম্প্রীতি সদনে ১১ জুলাই সোমবার ট্র্যাফিক সচেতনতা সংক্রান্ত একটি আলোচনা সভা আয়োজিত হল। সভায় উপস্থিত ছিলেন রঘুনাথপুর বিধানসভার বিধায়ক পূর্নচন্দ্র বাউরি, রঘুনাথপুর মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ ব্যানার্জী, নিতুড়িয়া ব্লকের বিডিও সংলাপ ব্যানার্জী, নিতুড়িয়া থানার ওসি রজত চৌধুরী এবং  এলাকার ১৮৩ টি ক্লাবের সদস্য। এই আলোচনায় উঠে আসে মুখ্যমন্ত্রীর পথ সচেতনতার নির্দেশিকা গুলি এবং তা বাস্তবায়িত করার জন্য অনুরোধ করা হয় পুলিসের পক্ষ থেকে। জানানো হয় হেলমেট না থাকলে পেট্রোল পাম্পে তেল দেওয়া নিয়ে বিধি নিষেধগুলি কঠোরভাবে আরোপ করা হবে।  নিয়ম না মানলে পেট্রোল পাম্পে কর্তৃপক্ষের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হবে। সভায় থেকে সিদ্ধান্ত নেওয়া হয় নিতুড়িয়া ব্লকের স্থানীয় ক্লাবগুলিকে নিয়ে একটি কমিটি গড়া হবে। হঠাৎ করে কোন দুর্ঘটনা ঘটলে এই কমিটিই পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাবে। তাছাড়াও পথ নিরাপত্তা বিষয়ক প্রচারও চালাবে এই কমিটি। রঘুনাথপুরের এসডিপিও অভিজিৎ ব্যানার্জী জানান, “কমিউনিটি পুলিশিং-এর ক্ষেত্রে আমাদের সিভিক পুলিশকে কাজে লাগাতে হবে। অধিকাংশ পথ দুর্ঘটনার মৃত্যুর জন্য দায়ী মাথায় আঘাত, সেজন্য হেলমেট পরা অবশ্যই প্রয়োজন।”এছাড়াও তিনি আবেদন করেছেন গাড়ির চালকেরা প্রত্যেকেই যেন ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ীর অন্যান্য প্রয়োজনীয় কাগজ পত্র সঙ্গেই রাখেন। কোন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি দেখলে সঙ্গে সঙ্গে যেন স্থানীয় পুলিশকে জানান বাসিন্দারা।

No comments:

Post a Comment