শান্তনু দাস (পুরুলিয়া): পুরুলিয়া জেলার আদ্রা থানার বেনিয়াসোল ছায়গাদারের বাসিন্দা ধনঞ্জয় বাহাদুরের পুত্র সত্যদেব বাহাদুর প্রায় ৮ বছর আগে দুর্ভাগ্য জনক এক ঘটনায় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রশাসন সূত্রে জানা যায়, ওই শিশুটি কোনও রকমভাবে মহারাষ্ট্র চলে যায়। সেখানে মহারাষ্ট্র পুলিশ ছেলেটিকে উদ্ধার করে মহারাষ্ট্র হোমে পাঠিয়ে দেয় বলে জানা যায়।বেশ কয়েক বছর কেটে গেলেও ওই শিশুটি তার পরিবারের যোগাযোগের সঠিক ঠিকানা জানাতে পারেনি। শুধু তার মায়ের নাম এবং স্কুলের সামনে থাকা একটি জলের ট্যাঙ্ক ছাড়া কিছুই মনে করতে পারেনি সে। সামান্য এইটুকু তথ্য ও শিশুটির একটি ছবি মহারাষ্ট্র পুলিশ পাঠিয়ে দেয় আদ্রা পুলিশের কাছে। আদ্রা থানার বর্তমান ওসি পঙ্কজ সিংহ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করলে কিছু সুরাহা মেলে। এরপর তার পরিবার বর্তমানে কাশীপুর থানার ডমনকিয়ারীতে বসবাস করে এই তথ্য অনুযায়ী সেখানে আদ্রা থানার পুলিশ গিয়ে তার পরিবারের কাছে সেই ছবি দেখালে তাঁরা তাদের 8 বছর পূর্বে হারিয়ে যাওয়া ছেলে সত্যদেবকে চিনতে পারে। আদ্রা থানার পুলিশ মহারাষ্ট্র পুলিশের সঙ্গে যোগাযোগ করে হারিয়ে যাওয়া ছেলেকে আনার ব্যবস্থা করে। সর্বশেষ ১১ জুলাই সোমবার ছেলেকে তার পরিবারের হাতে তুলে দিলেন রঘুনাথপুর এস.ডি.পি.ও অভিজিৎ ব্যানার্জি ও আদ্রা থানার ওসি পঙ্কজ বাবু। বাবা ধনঞ্জয় বাহাদুর বলেন-- ছেলেকে যে ফিরে পাব - একথা স্বপ্নেও ভাবিনি। আদ্রা থানার পুলিশ আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছে এইজন্য আদ্রা থানার পুলিশকে অনেক ধন্যবাদ জানায়। ছেলেকে কাছে পেয়ে আজ খুব ভালো লাগছে।


No comments:
Post a Comment