শান্তনু দাস(পুরুলিয়া): এই প্রথমবার নয় । এর আগেও নানা কর্মকাণ্ডের মাধ্যমে দুঃস্থ মা-বোনদের পাশে থেকেছেন পুরুলিয়া জেলাপুলিশ । এই জেলার দুঃস্থ মা-বোনদের বারবার বোঝাতে চেয়েছেন পুলিশ তাদের বন্ধু। তাদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। রক্তদান শিবির থেকে শুরু করে দুঃস্থ-গরীব ছেলেমেয়েদের বই-খাতা বিতরণ এছাড়াও সমাজের নানা উন্নয়নমূলক কাজের মাধ্যমে প্রতিনিয়তই দুঃস্থদের পাশে থাকতে দেখা গেছে পুরুলিয়া জেলা পুলিশকে।
বিশ্বমাদক বিরোধী দিবস উপলক্ষেও পুরুলিয়া জেলাপুলিশের পক্ষ থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলার প্রায় সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে সমস্ত তামাকজাত দ্রব্য বর্জনের পথে এগোতে শিক্ষা দেন জেলার পুলিশসুপার রূপেশ কুমার মহাশয়। প্রতি বছরের মতো এবারেও জেলাপুলিশের উদ্যোগে আজ দুঃস্থ শতাধিক মুসলিম মা-বোনদের বস্ত্র বিতরণ করে তাদের পাশে থাকলেন রঘুনাথপুর মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ ব্যানার্জি সহ সাঁওতালডিহি থানার ও.সি নগেন্দ্রনাথ দাস এবং সাঁওতালডিহি থানার বিশিষ্ট পুলিশ আধিকারিকরা।এই পবিত্র ঈদের দিনে সাঁওতালডিহি থানায় শতাধিক দুঃস্থ মুসলিম পরিবারের হাতে বস্ত্র সহ ফলের প্যাকেট তুলে দিয়ে এবারও উজ্জ্বল দৃষ্টান্তের নজির হয়ে রইলেন পুরুলিয়া জেলা পুলিশ।


No comments:
Post a Comment