শান্তনু দাস(পুরুলিয়া): স্ত্রী হত্যার দায়ে স্বামী জেলে। তাই তাদের তিন অনাথ শিশু ঠাঁই নিল আদ্রা অরুণোদয় শিশু নিকেতনে। প্রশাসন সূত্রে জানা গেছে, পুরুলিয়া জেলার ১ নং ব্লকের চোরপাহাড়ি গ্রামের সুখদেব গাঙ্গুলি গত ৪ বছর আগে  স্ত্রী বাবলী গাঙ্গুলিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন। খুনের দায়ে সুখদেব গাঙ্গুলি বর্তমান রঘুনাথপুর জেলে। মাতৃহারা দুই মেয়ে ও এক ছেলে গ্রামের এবাড়ি থেকে ওবাড়ি কোনও রকমে খাবার সংগ্রহ করেই মানুষ হচ্ছিল। এইভাবেই কেটে যায় ৪ টি বছর। মাতৃহারা সন্ত্রানদের মধ্যে - পুর্নিয়া গাঙ্গুলি (১০) পড়ে তৃতীয় শ্রেনিতে, দ্বিতীয় শ্রেণীতে পড়ে অঞ্জলি গাঙ্গুলি (৮) ও ছেলে তাপস গাঙ্গুলি(৭) পড়ে প্রথম শ্রেনিতে। তাদের পিসিমা কল্যাণী ব্যানার্জি এই করুন দৃশ্য না দেখতে পেরে পুরুলিয়া মহকুমা শাসক আশিস সাহার দারস্থ হন। তিনি সঙ্গে সঙ্গে পুরুলিয়া শিশু সুরক্ষা আধিকারিকদের নির্দেশ দেন এদের আদ্রা মণিপুর হোমে রাখার জন্য। পুরুলিয়া শিশু সুরক্ষা আধিকারিক অমিয় সুত্রধর, অনাদি মাহাতো ও অনাথ শিশুদের পিসিমা কল্যাণী ব্যানার্জি এসে ১১ জুলাই তিন অনাথ শিশুকে আদ্রা মনিপুর হোমে ভর্তি করান। তাদের যাবতীয় দেখভালের দায়িত্ব পিসিমা তুলে দেন হোমের সাধারণ সম্পাদক নবকুমার দাসের হাতে। আদ্রা হোমের সাধারণ সম্পাদক নবকুমার দাস জানান -- এই তিনটি ছেলেকে প্রশাসনের নির্দেশ মতো আমাদের হোমে ভর্তি করা হল। তাদের পড়াশুনা সহ যে সব সরকারি সহযোগিতা রয়েছে, তা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে করব।
 


 
No comments:
Post a Comment