04 July 2016

গ্যাসের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ন-জুলিতে


কলকাতাগামী একটি এইচ. পি. গ্যাসের গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ  হারিয়ে চলে যায় নয়ন-জুলিতে। ৪ জুলাই সোমবার দুপুর ১টা নাগাদ ঘটনাটি ঘটে ৩৪ নং জাতীয় সড়কে বেলডাঙ্গা বিডিও অফিসের সামনে। প্রত্যক্ষদর্শী আজমল আলি জানান -- তখন বৃষ্টি হচ্ছিল, গ্যাসের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ন-জুলিতে চলে যায়। আমরা ফোন করে থানায় খবর দিই। কিছুক্ষণের মধ্যে পুলিশ আসে। সেরকম কোন ক্ষয়ক্ষতি হয়নি। প্রশাসনিক তৎপরতায় ক্রেন এনে খুব তাড়াতাড়ি গাড়িটিকে তোলা হয়।

No comments:

Post a Comment