04 July 2016

পুরুলিয়া জেলার ৭ জন শিশুশ্রমিককে উদ্ধার করল ছত্তিশগড়ের চাইল্ড লাইন এবং পুলিশ


শান্তনু দাস (পুরুলিয়া): পুরুলিয়া জেলায় নেই কোনও কর্মসংস্থান, নেই কোনও কলকারখানা। শেষ সম্বলটুকু হলো চাষবাস । কিন্তু বর্তমানে সেই চাষবাসের অবস্থাও নানান কারণে সংকটময়। ফলে দিশেহারা পুরুলিয়া জেলার মানুষেরা। তার ফলেই প্রচন্ড অর্থসংকটের মধ্য দিয়ে এই জেলার মানুষদেরকে কাজের সন্ধানে পাড়ি দিতে হয় দেশ বিদেশে। আর সেইসব জায়গাতে গিয়ে তাদের পড়তে হয় নানা বিপাকের মুখে। পুরুলিয়ায় এইরকম একটি ঘটনা ঘটল সম্প্রতি। ছত্তিশগড় থেকে পুরুলিয়া জেলার ৭ জন শিশুশ্রমিককে উদ্ধার করলো ছত্তিশগড়ের চাইল্ড লাইন ও পুলিশ।
প্রশাসন সূত্রে জানা যায় স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে ৭ জন শিশুশ্রমিককে কাজ পাইয়ে দেবার নাম করে ছত্তিশগড় নিয়ে যাওয়া হয়। পুরুলিয়া জেলার বরাবাজার থানার নিশ্চিন্তপুর গ্রামের সুনীল শবর ও বাসুদেব শবর, ফতেপুরের বাহাদুর শবর, চিরকুন্ডার তপন শবর, কুকুরচারির মঙ্গল শবরসহ নানান গ্রামগুলো থেকে প্রায় ১১ মাস আগে (এদের প্রত্যেকেরেই বয়স ১৪ বছরের নিচে) এদের কাজে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের বাড়ির সঙ্গে যোগাযোগ ছাড়ায় কেটে যায় ১১টি মাস। জানা যায় সেখানে তারা নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিল। এরপর একদিন ওই শিশুশ্রমিকরা কোনোরকমে তাদের এক বন্ধুকে ফোনের মাধ্যমে পুরো বিষয়টি জানান। এরপরে সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন পুরুলিয়া জেলার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে। প্রশাসনের উদ্যেগে গোটা বিষয়টি জানানো হয় ছত্তিশগড়ের চাইল্ড প্রোটেকশন ইউনিটকে। সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় 'অপারেশন মুসকান' অভিযান (Smile Project)। পুরুলিয়া জেলা শিশু সুরক্ষা আধিকারিক শিশির মাহাতো জানান, কেন্দ্রীয় সরকার দ্বারা গঠিত 'অপারেশন মুসকান' অভিযানের দ্বারা এদের খোঁজ মেলে। এরপর ছত্তিশগড় চাইল্ড প্রোটেকশন কমিশনর পশ্চিমবঙ্গ চাইল্ড প্রোটেকশন কমিশনারকে গোটা বিষয়টি জানান। তারপর স্টেট চাইল্ড প্রটেকশন কমিশন বিষয়টি পুরুলিয়া জেলাশাসক তন্ময় চক্রবর্তীকে জানান। প্রশাসন সূত্রে এবার এদের বাড়ি ফেরানোর পদক্ষেপ নেওয়া হয়। গত শনিবার রাত্রে ৭ জন কিশোরকে পুরুলিয়ায় ফেরানো হয়েছে। ছত্তিশগড়ে আটকে থাকা এক শিশুশ্রমিক মানিক শবরের জানায়,  আমরা জানি না যে এই ধরনের কাজের জন্য আমাদের নিয়ে যাচ্ছে। সেখানে একটি ছোট্ট তাঁবুর মধ্যেই দিন-রাত কাটতে হতো। বাড়ি আসতে চাইছিলাম, কিন্তু আসতে দিত না। আজ বরাবাজার বিডিও-র উপস্থিতিতে ওই ৭ জন শিশুশ্রমিকদের তাদের পরিবারের হাতে তুলে দেন জেলা প্রশাসন। ঘটনায় ইতোমধ্যেই পুরুলিয়া জেলার বরাবাজারে চাঞ্চল্যকর পরিস্থিতির রূপ নিয়েছে।

No comments:

Post a Comment