12 July 2016

নির্মিয়মান বহুতলের কলম ধ্বসে মাটি চাপা পড়ে মৃত


টালির ঘরে ছাদ হবে। বারান্দায় গ্রিল বসবে। ঈদে পরিবারের সকলকে  নতুন পোশাক কিনে দিবে। এই আশা বুকে নিয়ে ব্যাঙ্গালোরে রাজমিস্ত্রির কাজে গিয়েছিল বহরমপুর ব্লকের বেজপাড়া গ্রামের  সাদ্দাম সেখ (২৫), ইসরাফিল সেখ (২৭)। পরিবারের মুখে হাসি ফোটাতে ওভার ডিউটি করছিল তারা। নবনির্মিত বহুতলের মাটির নিচে কলমের কাজ চলছিল ৮ জুলাই সন্ধ্যার সময়। হঠাৎ মাটি ধ্বসে গেলে ১০ জন শ্রমিক মাটির নিচে চাপা পড়ে যায়। উদ্ধারকারীরা গ্রামের আলমগীর সেখকে বাঁচাতে পারলেও সাদ্দাম সেখ ও ইসরাফিল সেখকে বাঁচাতে পারেনি। পরিবারসহ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। আহত আলমগীর সেখ হাসপাতালে ভর্তি। ঠিকাদারদের পুলিশ আটক করেছে।

No comments:

Post a Comment