বেলডাঙ্গা নেতাজি পার্ক পরিচালিত শিশুনিকেতন বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল ১১ জুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় শ্রীজীব দাস, আব্দুস সালাম, কিশোর ভাস্কর, চন্দ্রনাথ সিনহা, মৃণালকান্তি সাহা, দিবাকর নন্দী এবং মাননীয়া শুক্লা সান্যাল প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ওই দিন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। শিশু নিকেতনের ছাত্রছাত্রী ও নেতাজি তরুণতীর্থের সভ্য-সভ্যারা যোগাসন প্রদর্শন করেন।


No comments:
Post a Comment