মেয়েদের সচেতনতা বাড়াতে একাঙ্ক নাটক অনুষ্ঠিত হল নওপুকুরিয়া জে জে হাই স্কুলে। ২৪ জুন শুক্রবার দুপুর ২ টায় বেলডাঙ্গা অবর বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে ও নওপুকুরিয়া জে জে হাই স্কুলের সহযোগিতায় ইলাদি নাট্য সংস্থা নাট্য অনুষ্ঠান সম্পন্ন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলডাঙ্গা অবর বিদ্যালয় পরিদর্শক শ্রী দীপঙ্কর কোলে, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবক-অভিভাবিকা।


No comments:
Post a Comment