24 June 2016

রমযানে বস্ত্র বিতরণ বেলডাঙ্গা মাদ্রাসায়


পবিত্র রমযান মাসে মাদ্রাসার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে  মাদ্রাসার  ছাত্র-ছাত্রীদের  কিছু অভিভাবক-অভিভাবকা এবং মাদ্রাসা সংলগ্ন দরিদ্র মানুষকে মোট ১০০টি কাপড় বিতরণ করল বেলডাঙ্গা দারুল হাদীস সিনিয়র মাদ্রাসা। ২৩ জুন বৃহস্পতিবার মাদ্রাসার কনফারেন্স রুমে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলডাঙ্গা-১ ব্লকের বিডিও শ্রী শুভ্রাংশু মণ্ডল। সেই সঙ্গে দুটি জলের টিউবওয়েলও বিতরণ করা হয়। শিক্ষারত্ন ও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মাদ্রাসার সুপাররিনটেনডেন্ট মোঃ নুরুল ইসলাম মিয়া বলেন -- মাদ্রাসার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃক্ষরোপনের উদ্দেশ্যে চারাগাছ বিতরণ, রক্তদান শিবির, স্মারক পত্রিকা প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানও আগামীতে সম্পন্ন হবে। 

No comments:

Post a Comment