23 June 2016

ঐতিহাসিক মুর্শিদাবাদের ওয়েবসাইট উদ্ধোধন হল পলাশী দিবসে



২৩ জুন পলাশী দিবস উপলক্ষ্যে বেলডাঙ্গায় মুর্শিদাবাদের ইতিহাসের উপর তথ্য সমৃদ্ধ একটি ওয়েবসাইট উদ্ধোধন হল। 'ঐতিহাসিক মুর্শিদাবাদ' ফেসবুক গ্রুপ ও 'সোঁদামাটি' সাহিত্য পত্রিকার যৌথ উদ্যোগে এই ওয়েবসাইট। ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করলেন শিক্ষারত্ন ও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক মোহাঃ নুরুল ইসলাম মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি এবং 'কথাবার্তা' সংবাদপত্রের প্রধান সম্পাদক কবিরুল ইসলাম কঙ্ক, শিক্ষক মোহাঃ হিলালউদ্দিন,  বেলডাঙ্গা আদর্শ জাগরণের সভাপতি মোঃ দাবিরুল ইসলাম, 'সোঁদামাটি' সাহিত্য পত্রিকার সম্পাদক দীননাথ মণ্ডল এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ঐতিহাসিক জায়গার ছবি ও তথ্য এই ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে।www.historicalmurshidabad.com এই নামে ওয়েবসাইটি খোলা হয়েছে। ইতিহাস ও ভ্রমণপ্রেমী মানুষেরা এই ওয়েবসাইট দ্বারা অনেকটা উপকৃত হবে বলাবাহুল্য।

1 comment: