স্কুল থেকে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হল ষষ্ঠ শ্রেনির এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা ঝুনকা ৩৪ নম্বর জাতীয় সড়কে ১৮ জুন। মৃত ছাত্রের নাম আসারুল হক(১০), বাড়ি বেলডাঙ্গার দয়ানগরে। পুলিশ লরিটিকে আটক করলেও ঘাতক লরি চালক ও খালাসি পলাতক।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, দুপুর ২ টা নাগাদ ঝুনকা হাই মাদ্রাসা(উঃ মাঃ) থেকে আসারুল হক বন্ধু-বান্ধবদের সঙ্গে বাড়ি ফিরছিল। ঝুনকা ৩৪ নং জাতীয় সড়কের পাশে রাস্তা পাড় হওয়ার জন্য দাঁড়িয়েছিল সে, সেই সময় একটি লরি অন্য গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার সময় হঠাৎ ধাক্কা মারে আসারুল হককে। তার মাথায় চোট লাগে এবং ঘটনাস্থলে মারা যায় সে।


No comments:
Post a Comment