14 April 2016

সম্পাদকীয়



আমাদের চারপাশে হামেশাই ঘটে যাচ্ছে নানা ঘটনা । হয়তো সেসব অতুলনীয় কিছু নয় নেহাতই সাধারণ এবং পাতি কিছু ( বড়ো সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কথায়) । সেইসব খবর আশেপাশের কিছু মানুষ ছাড়া আর কেউ জানতে পারেন না । অথচ অনেক মানুষ আশা করেন  ছোটখাটো ওইসব খবর একটা বৃহৎ অংশের জনসাধরণের কাছে পৌঁছাক । অব্যক্ত সেইসব কথাগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়াই 'কথাবার্তা'-র উদ্দেশ্য । 

'কথাবার্তা'-য় থাকবে আপনার কাছের খবর, আপনার পাশের খবর । এমন কী আপনার খবর কিংবা আপনার পাঠানো খবর । একদম 'আপনার চারপাশের সেলফি' । 'কথাবার্তা'-র মধ্যে মানুষ খুঁজে পাবেন নিজের স্ব-রূপ । শুধু ছাপা সংবাদ নয়, থাকবে অন্তর্জাল সংস্করণও । পাঠক-পাঠিকারা হাতের মুঠোয় অনায়াসে 'কথাবার্তা' পড়ে নিতে পারবেন ইন্টারনেটেও । শুধু  www.kothabarta.in এই আইডিতে লগ অন করতে হবে । সবার হার্দিক শুভকামনায় ভরে উঠুক 'কথাবার্তা' । 'কথাবার্তা' হয়ে উঠুক আপনার নিজের কাগজ । সবাই ভালো থাকুন সবসময় সবখানে । 



1 comment:

  1. ছাপা সংস্করণ কোথায় পাওয়া যাবে?

    ReplyDelete