08 August 2020

করোনার ভয়ে মুখ ফিরিয়ে নিলেন আত্মীয়স্বজন, হিন্দু বৃদ্ধের সৎকার করলেন মুসলিম যুবকরা


ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ৮ আগস্টঃ হিন্দু সম্প্রদায়ের একজন মৃতের সৎকারে এগিয়ে এলো মুসলিম সম্প্রদায়ের যুবকেরা। ঘটনাটি ঘটেছে বেলডাঙা থানা এলাকার মহেশপুর গ্রামে। শনিবার ভোর ৫টা নাগাদ নরেন্দ্রনাথ কর্মকার(৬৫) মারা যান। তিনি প্রাইমারি স্কুলের প্রাক্তন শিক্ষক ছিলেন।
জানা যায়, গত ৫দিন ধরে জ্বরে ভুগছিলেন। আজ হঠাৎ তার মৃত্যু হলে জ্বর থাকার কারণে করোনা সন্দেহ করে নিজের ছেলেমেয়ে, স্ত্রী ও পাড়া প্রতিবেশী ভয়ে এগিয়ে আসেনি। এই শুনে গ্রামের মুসলিম সম্প্রদায়ের যুবকেরা এগিয়ে এসে মৃতের সৎকার করেন।

2 comments: