06 August 2020

ভাগীরথী নদীতে ভেসে উঠল শিক্ষকের মৃতদেহ, চাঞ্চল্য বেলডাঙায়


ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ৬ আগস্টঃ নদীর জল থেকে উদ্ধার হল মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়। বুধবার বেলডাঙা মির্জাপুর মেলিনিপাড়া ভাগীরথী নদীর ঘাটে একটি মৃতদেহ জলে ভাসতে দেখে স্থানীয়রা। থানায় খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে মৃতদেহটি। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম সঞ্জয় মুখার্জি (৪৮), পিতার নাম সুকুমার মুখার্জি, বাড়ি বেলডাঙা ছুতারপাড়া। মৃত ব্যক্তি পেশায় একজন প্রাথমিক শিক্ষক ছিলেন। নওদা চক্রের ২৪ নং রায়পুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
জানা যায়, মৃত ব্যক্তি গত তিন দিন থেকে নিখোঁজ ছিল। মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কি কারণে এই মৃত্য, সে বিষয়ে বেলডাঙা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। 

No comments:

Post a Comment