![]() |
| ছবিঃ ফাইল সংগ্রহ |
ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ২৯ জুলাইঃ আবারো করোনা পজেটিভ ধরা পড়ায় চাঞ্চল্য ছড়াল বেলডাঙায়। তবে এবার খোদ বেলডাঙা গ্রামীণ হাসপাতালের এক ডাক্তার বাবুর বুুুধবার করোনা পজেটিভ ধরা পড়ার পর সাধারণ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে বেলডাঙার ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সলমান মণ্ডল বলেন, "ভয়ের কোন কারণ নেই, ডাক্তারবাবু গত ১৩ দিন থেকে কোলকাতায় ছুটিতে আছেন।" এই কথা শোনার পর কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বেলডাঙাবাসী।
![]() |
| ছবিঃ বেলডাঙা গ্রামীণ হাসপাতাল |



No comments:
Post a Comment