19 May 2020

লকডাউনের মধ্যে প্রচুর তাজা বোমা উদ্ধার বেলডাঙায়, চাঞ্চল্য এলাকায়


ওয়েবডেস্ক, কথাবার্তা, সামিম, বেলডাঙা, ১৯ মেঃ চলছে লকডাউন। তার মধ্যেই প্রচুর তাজা বোমার হদিস পাওয়া গেল বেলডাঙায়। মঙ্গলবার সকাল নাগাদ বেলডাঙা থানার শংকর পাড়া এলাকায়  ফাঁকা মাঠ থেকে দুই ড্রাম তাজা বোমা উদ্ধার হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, এলাকাবাসীরা সকালে মাঠে কাজে গেলে বোমা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। বেলডাঙা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী আসে এবং বম্ব স্কোয়াড বাহিনীকে খবর দেওয়া দেয়। বম্ব স্কোয়াড বাহিনী এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে।

No comments:

Post a Comment