ওয়েবডেস্ক, কথাবার্তা, মধু ও সেলিম, জলঙ্গী ও রেজিনগর, ২১ মেঃ কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত হলেন মুর্শিদাবাদের দুই বিএসএফ জওয়ান। জিয়াউর হক (৩৫), বাড়ি রেজিনগর থানার গোপালপুর। রানা মণ্ডল (২৯), বাড়ি জলঙ্গী থানার সাহেবরামপুর। মৃতের পরিবার সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় কাশ্মীরের শ্রীনগরে কর্মরত অবস্থায় দুজনকে গুলি করে জঙ্গিরা। মুর্শিদাবাদের এই দুজন বিএসএফ জওয়ান রোজায় ছিলেন। ইফতার করার জন্য ফল কিনতে গেলে জঙ্গিরা পিছন থেকে তাদের ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে নিকটবর্তী সৌরার এসকেআইএমএস(SKIMS) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
জিয়াউর হক ও রানা মণ্ডল দুজনেই শ্রীনগরের 37 নং BSF ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন। জিয়াউর হকের ২ মাস আগে পোস্টিং হয় কাশ্মীরে। ১৩ বছর আগে তিনি চাকুরি যোগদান করেছিলেন। জিয়াউরের দুই মেয়ে জেসমিন খাতুন (৪) (বোবা), আনিষা খাতুন (২)। ঈদের ছুটিতে তার বাড়ি আসার কথা ছিল। রানা মণ্ডল ৬ বছর আগে চাকুরিতে যোগদান করেন। তার একমাত্র কন্যার নাম জারা খাতুন (৬ মাস)। খুশির ঈদের আগে শোকের ছায়া নেমে এলো রেজিনগর থানার গোপালপুর ও জলঙ্গী থানার সাহেবরামপুরের বাড়িতে।



Joi hind
ReplyDeleteBir sohid o ko Soto Soto nomon
ReplyDeleteখুব দুংখজনক ঘটনা।
ReplyDeleteJai Hind 🇮🇳🇮🇳
ReplyDeleteসেই জন্য দেশ জঙ্গি মুক্ত করতে হবে ।পরিবার গুলিকে সমবেদনা জানাই।
ReplyDeleteJai hind sir .we are salute you .sotti sir you are great
ReplyDelete