03 April 2020

দুঃস্থ পরিবারের পাশে দাড়ালো নওদা থানার ওসি


ওয়েবডেস্ক, কথাবার্তা, নওদা, ৩ এপ্রিলঃ লকডাউনে ঘর বন্দি দুঃস্থ পরিবারের পাশে দাড়ালো নওদার থানার ওসি মৃণাল সিনহা। মুর্শিদাবাদের নওদা থানার বিভিন্ন এলাকায় যে সমস্ত দুঃস্থ পরিবার আছে তাদের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, আলু, তেল, লবণ, সাবান তুলে দিলেন তিনি। নওদা থানার ওসির এই কাজকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন।


No comments:

Post a Comment