04 April 2020

দুঃস্থদের পাশে এবার বেলডাঙার হিজরা ইউনিয়ন


ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ৪ এপ্রিলঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। যার ফলে বিপদে পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষরা। এমনই ৮৬টি পরিবারের পাশে দাঁড়ালেন বেলডাঙার হিজরা ইউনিয়ন। শনিবার সকালে  বেলডাঙার বড়ুয়া মোড় থেকে ৮৬টি দুঃস্থ পরিবারের হাতে ৪ কেজি করে চাল, দেড় কেজি আলু, ১ কেজি পেঁয়াজ ও ১ প্যাকেট করে লবণ তুলে দেন তারা। হিজরাদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। 


No comments:

Post a Comment