08 March 2020

প্রাক্তন বিধায়কের আবক্ষ মূর্তি উন্মোচন করল বেলডাঙা পৌরসভা


ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব,বেলডাঙা, ৮ মার্চঃ বেলডাঙার প্রাক্তন বিধায়ক স্বর্গীয় তিমির বরণ ভাদুড়ির আবক্ষ মূর্তি উন্মোচন হল। রবিবার বিকেল ৪ টে নাগাদ বেলডাঙা পৌরসভা চত্ত্বরে আনুষ্ঠানিক ভাবে এই মূর্তি উন্মোচন করলেন বেলডাঙা পৌরসভার পৌরপিতা ভরত কুমার ঝাওর। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিনগর বিধানসভার বিধায়ক রবিউল আলম চৌধুরী,কালীগঞ্জের বিধায়ক হাসানুজ্জামান, বেলডাঙা-১ ব্লক পঞ্চায়েত সমিতির  সভাপতি নজরুল ইসলাম সহ বিশিষ্ট জনেরা। এদিন তিমির ভাদুড়ির নামে আরও একটি মুক্ত-মঞ্চের শুভ উদ্বোধন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


1 comment: