08 March 2020

দোলের আগে কড়া নজরদারি, প্রচুর বেআইনি মদ উদ্ধার বেলডাঙায়


ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব,বেলডাঙা, ৮ মার্চঃ আচমকা অভিযান চালিয়ে প্রচুর বেআইনি মদ উদ্ধার করল পুলিশ। রবিবার রাতে বেলডাঙার বিভিন্ন এলাকা থেকে এই মদ উদ্ধার করেছে বেলডাঙা থানার পুলিশ। এই কারবারে জড়িত সন্দেহে ৫  জনকে এখন পর্যন্ত গ্রেফতারও করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দোল ও হোলির সময়ে যাতে মদ খেয়ে এলাকায় কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে দিকে নজর রাখতে বেলডাঙা এই জুড়ে নজরদারির সিদ্ধান্ত হয়েছে।



No comments:

Post a Comment