05 September 2019

পুরস্কার বিতরণ ও অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক দিবস পালিত হল বেলডাঙা দারুল হাদীস সিনিয়র মাদ্রাসায়


ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল ও ইনজামাম, বেলডাঙা, ৫ সেপ্টেম্বরঃ বেলডাঙা দারুল হাদীস সিনিয়র মাদ্রাসায় শিক্ষক দিবস পালিত হল কৃতী ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান ও অনুষ্ঠানের মাধ্যমে। মাদ্রাসার প্রথম বিভাগে উত্তীর্ণ মাধ্যমিকে ২০ জন ও উচ্চ মাধ্যমিকে ৩১ জন ছাত্র-ছাত্রীকে আজ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ক্লাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়। মাদ্রাসার বয়োজ হোস্টেলের জন্য জমিদাতা বাসির হোসেন সাহেবকে  ল্যাপটপ, ঘড়ি, শাল, ফাইল, কোরান শরিফ ও উনার স্ত্রীকে শাড়ি দেওয়া হয় এদিন।
শিক্ষক দিবসে শিক্ষার্থীদের জন্য তাৎক্ষণিক বক্তব্য,  কেরাত পাঠ, গজল পাঠ ও ক্যুইজ প্রতিযোগিতার ব্যবস্থাও ছিল। প্রতি ক্লাসের সেকসন অনুযায়ী এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কারও দেওয়া হয়। মাদ্রাসার টিচার্স ইন চার্জ মহিদুল ইসলাম বলেন, 'শিক্ষক দিবসের গুরুত্ব তুলে ধরে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আন্তরিক সম্পর্ক বৃদ্ধি ও শিক্ষার্থীদের পড়াশুনায় উৎসাহিত করতে আজকে এই অনুষ্ঠান।' আজকের সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করে মাদ্রাসা শিক্ষক মহিদুল ইসলাম, ললিত রায়, আবদুস সামাদ, সেলিম রেজা, আনিসুর রহমান, আব্দুর রশিদ। ছাত্র-ছাত্রীদের মিড মিলে আজ মাংস ভাতের ব্যবস্থাও করা হয়।



No comments:

Post a Comment