04 September 2019

বেলডাঙায় অজানা জ্বরে মৃত্যুর আতঙ্ক কাটাতে মৃতের বাড়িতে ব্লক স্বাস্থ্য আধিকারিক


ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল ও ইনজামাম, বেলডাঙা, ৪ সেপ্টেম্বরঃ বেলডাঙায় অজানা জ্বরে মৃত্যুর আতঙ্ক কাটাতে মৃতের বাড়িতে আসেন ব্লক আধিকারিক সহ তার টিম। পরিদর্শন করেন এলাকা। ঘটনাস্থলে উপস্থিত হোন দেবকুন্ড গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিনিধি সফিকুল ইসলাম, উপপ্রধান আবু সুফিয়ান সহ আরও পঞ্চায়েত সদস্যরা। কথা বলেন মৃতের পরিবার ও এলাকাবাসীর সঙ্গে। মৃতের নাম সাফিকুজ্জামান (২২)। গত মঙ্গলবার সকাল ৭ টা নাগাদ হঠাৎ তার মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে নেমে আসে শোকের ছায়া। ঘটনা ঘিরে অজানা জ্বরের আতঙ্ক ছড়ায় এলাকায়। বুধবার সকাল ১১ টা নাগাদ ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সালমান মন্ডল মৃতের পরিবারের সঙ্গে দেখা করে সমস্ত চিকিৎসার রিপোর্ট দেখেন। মৃতের পিতা ব্লক স্বাস্থ্য আধিকারিককে জানান, মৃত সাফিকুজ্জামান গত বিশ দিন থেকে শ্বাসকষ্টে ভুগছিল। ছোট থেকেই তার এই শ্বাসকষ্ট ছিল। তবে মৃত্যুর আগে দশ-বারোদিন থেকে জ্বরও ছিল। ব্লক স্বাস্থ্য আধিকারিক জানান রোগীর মৃত্যু হয়েছিল শ্বাসকষ্টে এবং তার গায়ে যে জ্বর ছিল তা সাধারণ জ্বর। ঘটনাটি বেলডাঙা থানার দেবকুন্ড দক্ষিণপাড়া এলাকায়।
উল্লেখ্য, গত মঙ্গলবার অচেতন অবস্থায় সাফিকুজ্জামানকে তার পরিবারের লোকজন বেলডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। শ্বাসকষ্টের জন্য মৃত্যু হয় বলে জানান ওই চিকিৎসক। মৃত সাফিকুজ্জামানেরের পরিবার সূত্রে খবর, গত ২০ দিন থেকে বুকের ব্যাথা নিয়ে কষ্ট পাচ্ছিল সে। কয়েকবার এনিয়ে বেলডাঙা গ্রামীণ হাসপাতালেও ভর্তি হয়। গত সোমবার পুনরায় জরুরি বিভাগে নিয়ে গেলে তাকে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করানোর জন্য পাঠানোর কথা বলেন চিকিৎসক। তার পরের দিনই সকালে তাকে বহরমপুর নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন পরিবারের লোকজন। হঠাৎ সেই সময় অচেতন হয়ে পড়ে সে। হাসাপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।
ভিডিও দেখুন  


No comments:

Post a Comment