28 August 2019

বেলডাঙা জাতীয় সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত দম্পতি



ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল ও ইনজামাম, বেলডাঙা, ২৮ আগস্টঃ সাতসকালে বেলডাঙা জাতীয় সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত দম্পতি। আহত স্বামীর ও স্ত্রীর নাম ইয়াসিন সেখ(২৪), মনিয়ারা খাতুন। তাদের বাড়ি হরিহরপাড়া থানার লালনগরে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে বেলডাঙা থানার ঝুনকা মোড় ৩৪ নং জাতীয় সড়কে লরির সঙ্গে বাইকের সংঘর্ষে। ঘটনা ঘিরে রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। বন্ধ হয়ে পরে জাতীয় সড়ক। ঘটনাস্থলে আসে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

স্থানীয় সূত্রের খবর, সদ্য বিবাহিত দম্পতি এদিন ইয়াসিন সেখ ও মুনিয়ারা  মহ্যমপুর মামার বাড়ি থেকে নিজের বাড়ি দিকে যাচ্ছিল। ঝুনকা মোড়ে ৩৪ নং জাতীয় সড়কে ওঠার সময় একটি বেলডাঙাগামী লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় স্বামী ইয়াসিন সেখকে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা জন্য পাঠায় ও তার স্ত্রীকে বেলডাঙা হাসপাতালে পাঠালে তাকেও চিকিৎসার জন্য বহরমপুর মেডিক্যাল পাঠায়।
ভিডিও দেখুন  


No comments:

Post a Comment