25 July 2019

বেলডাঙায় জাতীয় সড়কে লরির চাকায় পৃষ্ট হয়ে মৃত এক চাষী



ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ২৫ জুলাইঃ বেলডাঙায় জাতীয় সড়কে লরির চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু ১ চাষী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টা নাগাদ বেলডাঙা থানার মহুলা পেট্রল পাম্প সংলগ্ন জাতীয় সড়কে। মৃতের নাম কাদির হোসেন(৩০)৷ পেশায় চাষী। বাড়ি বেলডাঙা থানার গোপিনাথপুর দক্ষিণ পাড়া।  জানা যায়, এদিন ভোরে জমির কাঁচা লঙ্কা বিক্রি করতে যাওয়ার সময় লরির চাকায় পৃষ্ট হয়ে মৃত্য হয় তার । বাড়ি থেকে কিছুটা দূরে জাতীয় সড়কে ঘটনাটি ঘটে।

No comments:

Post a Comment