ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ২০ জুলাইঃ আগ্নেয়াস্ত্র সহ এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের রানীনগর থানার পুলিশ। ধৃতের নাম প্রফুল্ল মন্ডল(৪৩)। তার বাড়ি রানীনগর থানা এলাকার মালিপাড়া গ্রামে। শুক্রবার রাতে কাতলামারি বিএসএফ রোডের জোড়াসাকো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি অত্যাধুনিক নাইন এমএম স্টেন গান,একটি নাইন এমএম পিস্তল, তিনটি ম্যাগাজিন, দুটি মাসকেট, চোদ্দ রাউন্ড গুলি, একটি নাইট ভিশন ক্যামেরা। ধৃতকে শনিবার লালবাগ মহকুমা আদালতে তোলা হয়।


No comments:
Post a Comment