19 November 2018

বিশ্ব শৌচাগার দিবস পালন আন্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ে



ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ১৯ নভেম্বরঃ বিশ্ব শৌচাগার দিবস উপলক্ষে এক অভিনব উদ্যোগ নিল বেলডাঙ্গা চক্রের ৩০ নং আন্ডিরণ প্রাথমিক বিদ্যালয়। প্রধান শিক্ষক হিসাবে কাজে যোগদানের দিন থেকেই বিশ্বজিৎ দত্তের প্রতিটা পদক্ষেপে অভিনব যা সকল শিক্ষক শিক্ষিকাদের কাছ চমক। বিশ্ব শৌচাগার দিবসেও তার ব্যতিক্রম হল না। প্রার্থনা সভায় সমবেত স্বাস্থ্য বিধান গান । নির্মল শপথ বাক্য পাঠ করানোর মধ্যে দিয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়াস। সমাজ জীবনে শৌচাগারের গুরুত্ব এবং তার সুবিধা ও অসুবিধা তুলে ধরা হয়। 


সাবান দিয়ে হাত ধোঁয়ার কৌশল শিশু সংসদের মন্ত্রীরা করে দেখায় সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে। শৌচাগার ও পরিস্কার করা হয়। সুসজ্জিত ফেরী বের হয় বিদ্যালয়ের প্রধান মন্ত্রী ও শিশু সংসদের মন্ত্রীদের নেতৃত্বে। বিশ্ব শৌচাগার দিবসের ব্যানার  বহু সচেতনতা মূলক পোস্টার ও শৌচাগারের  মডেল নিয়ে মাইক সহযোগে বিদ্যালয়ের সংসদ পরিক্রমা করে পায়ে পা মেলায় শিক্ষক অমিত রায়, রাজেন্দ্র কুমার প্রামাণিক, রাজেশ ঘোষ সাথে  গোষ্ঠীর মেয়েরা।

শিশু সংসদের নেতৃত্বে বাড়ি বাড়ি সমীক্ষা করা হয়। সমীক্ষায় উঠে আসে বর্তমান প্রেক্ষাপটে কাদের শৌচাগার আছে, সেই শৌচাগার সকলেই ব্যবহার করে কিনা, শৌচের পর সাবান দিয়ে হাত ধোঁয়ার কৌশল জানে কিনা, ধোঁয়াহীন চুল্লীর ব্যবস্থা আছে কিনা, পচনশীল ও অপচনশীল পদার্থের পৃথকীকরণ হয় কিনা, প্লাস্টিক বর্জন করতে সক্ষম হয়েছে কিনা। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্য-সদস্যাদের হাত ধোঁয়ার কৌশল‌ও বাড়ি বাড়ি করে দেখালো বিদ্যালয়ের খুঁদে শিশুরা। আর সমীক্ষাপত্র দেখে বিদ্যালয়ের সংসদে এই প্রথম পাঁচটি পরিবারের প্রধানের হাতে তুলে দেওয়া হলো বেগুনবাড়ি অঞ্চল প্রধান, শিশু সংসদের প্রধান মন্ত্রী ও প্রধান শিক্ষক এর স্বাক্ষরিত "সেরা পরিবারের" শংসাপত্র। যা পেয়ে অভিভূত পরিবারের সদস্য-সদস্যারা।

No comments:

Post a Comment