19 November 2018

ঝুনকা মডেল মিশনে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান



ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ১৯ নভেম্বরঃ বেলডাঙার ঝুনকা মডেল মিশনে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হল রবিবার। মডেল মিশনের কচিকাচা ছাত্রছাত্রীরা নৃত্য, ক্যুইজ, নাটক, কবিতা আবৃত্তি মাধ্যমে এদিনের অনুষ্ঠানে মঞ্চ মাতালো। বিকাল ৩ টে থেকে রাত ৮ পর্যন্ত এই অনুষ্ঠান চলে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাশ্ববর্তী হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকগণ, এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবকরা, এলাকার সাংস্কৃতিকমনা ব্যক্তিরা ও বিশিষ্টজনেরা। বিদ্যালয়ের সম্পাদক সাফিকুল ইসলাম বলেন, 'থ্রি প্লাস থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত এখানে পড়ানো হয়। বাংলা ভাষার পাশাপাশি কম্পিউটার ও ইংরেজি  ভাষা এছাড়াও হিন্দি ও আরবী ভাষা গুরুত্ব সহকারে শেখানো হয়। পিছিয়ে পড়া এলাকায় কচিকাচাদের আধুনিক শিক্ষা পদ্ধতিতেই শিক্ষা দেওয়া আমাদের অন্যতম উদ্দেশ্য।' 

No comments:

Post a Comment