21 November 2018

সর্বভারতীয় সাহিত্য প্রতিযোগিতায় স্থান করে নিল বেলডাঙার তরুণ শিক্ষক



ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ২১ নভেম্বরঃ মুম্বাই-এ অনুষ্ঠিত সর্বভারতীয় সাহিত্য প্রতিযোগিতায় স্থান করে নিল বেলডাঙার তরুণ শিক্ষক।  9th Mumbai International Lit Fest 2018 Or TATA LITERATURE LIVE 2018 উদ্যোগে ১লা অক্টোবর থেকে ৩০ অক্টোবর সর্বভারতীয় সাহিত্য রচনার একটা প্রতিযোগিতা হয়। ইংরেজি ভাষাতে যার নাম ছিল My Story Contest.  সেখানে  ১ ,৫৩১ জন তরুণ তরুণী তাদের লেখা জমা দেয় অনলাইনে।


সেসব লেখার উপর ২০ থেকে ৩০ অক্টোবর ভোট হয় অনলাইনে। পাঠকের ভোটের বিচারে ও বিশেষ বিচারক মন্ডলীর বিচারে গল্প বিভাগে তিনটি শ্রেষ্ঠ গল্পের মধ্যে স্থান পায় মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার প্রত্যন্ত গ্রামের তরুণ লেখক অর্ধেন্দু বিশ্বাস। অর্ধেন্দু বিশ্বাস বেলডাঙ্গা চক্রের ১৩ নং কুমারপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এই সব বাছাই করা লেখক-লেখিকাদের লেখাপাঠ  করার জন্য "Tea With Authors at Hotel Taj' Palace" এ  আমন্ত্রণ জানানো হয়।

সেখানে ১৫ থেকে ১৮ নভেম্বর চার দিন ব্যাপী সাহিত্য উৎসবে যোগদান করেন বিশ্বের একশো তিরিশ জন মতো লেখক, সমাজকর্মী, রাজনীতিবিদ, অভিনেতা-অভিনেত্রী, শিল্পী ও অসংখ্য পাঠকপাঠিকা, পাবলিশার্স।  উদ্যোক্তাদের মতে এটি ছিল ভারতীয় তরুণ লেখকদের সৃষ্টি প্রদর্শনের একটি মঞ্চ, যাতে তারা উৎসাহ পায় লিখতে। সাহিত্য প্রতিযোগিতা ছাড়াও বই প্রকাশ, বিতর্ক, আলোচনা, কর্মশালা, নাটক, ভাষণ, ব‌ই প্রকাশও হয় এই অনুষ্ঠানে। 

9 comments: