ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ২১ নভেম্বর: বেলডাঙায় অনুষ্ঠিত হল শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান। বুধবার বিকেল ৫ টা নাগাদ উত্তরপাড়া জনকল্যান ওয়েলফেয়ার সমিতি উদ্যোগে সমিতির প্রাঙ্গনে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠিত হয়। এদিন বেলডাঙা পৌরসভার ৭ নং, ১২ নং, ১১ নং ও ১৩ নং ওয়ার্ডে প্রায় ৮০ জন দুঃস্থ অসহায় মানুষের হাতে এই শীতবস্ত্র তুলে দেয় কমিটি পক্ষ থেকে।
বেলডাঙা পৌরসভার উপ-পৌরপিতা আবু সুফিয়ান মন্ডল ও জনকল্যান ওয়েলফেয়ার সমিতির সম্পাদক সাগির হোসেনের উদ্যোগে এই কর্মসূচীর আয়োজন করা হয়। এই উদ্যোগে খুশি এলাকাবাসী। বেলডাঙা পৌরসভার উপ-পৌরপিতা আবু সুফিয়ান মন্ডল জানান, 'আমরা এলাকার সমিতির পক্ষ থেকে সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে থাকি, তারই একটি অংশ এই শীত বস্ত্র বিতরণ।'


No comments:
Post a Comment