ওয়েবডেস্ক, কথাবার্তা, ডোমকল, ৬ সেপ্টেম্বর : যাত্রী বোঝাই নৌকা ডুবে গেল ভৈরব নদীতে। ঘটনাটি ঘটেছে ডোমকলের মধ্য গরিবপুর ফেরি ঘাটে বৃহস্পতিবার সন্ধা ৭ টা নাগাদ। নিখোঁজ অনেকে।
জানা যায়, নৌকায় ৭০ থেকে ৮০ জন যাত্রী ছিল। নদীর অপরপারে এক মৃত ব্যক্তির জানাজা (কবর) দিয়ে নৌকার অধিকাংশ যাত্রী সেসময় বাড়ি ফিরছিল।অতিরিক্ত যাত্রী বোঝায়ের কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয় মানুষজন। ঘটনাস্থলে যায় ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী।


No comments:
Post a Comment