06 September 2018

চোখের জলে অন্তেষ্টিক্রিয়া মাঝেরহাট দুর্ঘটনায় মৃত মুর্শিদাবাদের যুবকের



ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ৬ সেপ্টেম্বরঃ মাঝেরহাট সেতু দুর্ঘটনায় মৃত যুবক প্রণব দে-র(২১)দেহ ফিরল মুর্শিদাবাদের বাড়িতে। চোখের জলে বিদায় জানালো তার পরিবার ও মুর্শিদাবাদের বেলডাঙা-২ ব্লকের কামনগর তেতুলিয়া এলাকায় অজস্র মানুষ। বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরে ভাগীরথীর শ্মশান ঘাটে তার অন্তেষ্টিক্রিয়াটা সম্পন্ন হয়।

গত মঙ্গলবার কলকাতার মাঝেরহাট সেতু দুর্ঘটনায় প্রণব দে-র মৃত্য ঘটে। তার মৃত্যুতে পরিবার ও গ্রামবাসী মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রণবের বাবা প্রহ্লাদ দে, ৯ বছর আগে মারা গেছেন, তিনিও শ্রমিক ছিলেন। গত জ্যৈষ্ঠ মাসে প্রণব পাইপ লাইনের কাজে গিয়েছিল কলকাতাতে। তাদের বাড়িতে জমি জায়গা কিছুই নেই। তারা দুই ভাই। ছোট ভাই উৎপল দে বহরমপুর কলেজে বিএ প্রথম বর্ষের ছাত্র। 

No comments:

Post a Comment