26 July 2018

রেজিনগরে পুলিশের গাড়ি ডুবে গেল পুকুর জলে


ওয়েবডেস্ক, কথাবার্তা, রেজিনগর, ২৬ জুলাইঃ রেজিনগরে পাল্টি খেয়ে পুকুরের জলে ডুবে গেল পুলিশ গাড়ি। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরে পুলিশের তৎপরতায় উদ্ধার হয় গাড়িটি। ঘটনায় সেরকম কেউ আহত হয়নি বলে জানা যায়। ঘটনাটি ঘটছে বৃহস্পতিবার দুপুর নাগাদ রেজিনগর থানার কুলবেরি গ্রামে। 


সূত্রের খবর, এদিন রেজিনগর থানায় রক্তদান শিবির চলছিল। বিশেষ কাজে অফিস নির্দেশে কুলবেরিয়া গ্রামে ফাঁকা গাড়ি নিয়ে যাচ্ছিল ড্রাইভার। পুকুরের পাশে রাস্তা জলমগ্ন থাকায় পুলিশ গাড়িটি  যাওয়ার সময় উলটে পুকুরের জলে পড়ে ডুবে যায়। গাড়িতে ড্রাইভার ছাড়া আর কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পায়। পরে JCB এনে গাড়িটিকে জল থেকে তোলা হয়। 


No comments:

Post a Comment