ওয়েবডেস্ক, কথাবার্তা, নওদা, ৩০ জুলাইঃ ট্রেকার নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল ও বাইক আরোহী সহ চায়ের দোকানে ধাক্কায় গুরুত্বর আহত ৮ জন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়রা ভাঙচুর করে ট্রেকার। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে ৭ টা নাগাদ নওদা থানার ত্রিমোহিনী সংলগ্ন ঝাউবোনা ব্রিজে আমতলা-বেলডাঙা রাজ্য সড়কে। জানা যায়, বেলডাঙা থেকে একটি ট্রেকার আমতলা দিকে যাওয়ার সময় ঝাউবোনা ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহী, চায়ের দোকান ও মোটরবাইক আরোহীকে ধাক্কা মারে।
এই ঘটনায় গুরুত্বর আহত হয় ইমলাক হক সহ আরও সাতজন। স্থানীয়দের সহযোগিতায় প্রথমে আহতদের স্থানীয় ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে বহরমপুরে মেডিকাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।



No comments:
Post a Comment