13 July 2018

কান্দিতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত এক কৃষক


ওয়েবডেস্ক, কথাবার্তা, কান্দি, ১৩ জুলাইঃ শুক্রবার সকাল সাড়ে ১১ টা নাগাদ বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা এক ব্যক্তি। নাম প্রশান্ত মণ্ডল (৫৫)। ঘটনাটি ঘটেছে কান্দি থানার গোকর্ণ ২নং গ্রাম-পঞ্চায়েতের মোতড়া গ্রামে। জানা গিয়েছে প্রশান্ত মণ্ডল সকালে সাইকেলে চেপে কাজ করতে মাঠে যাচ্ছিল। রাস্তা কাদা থাকায় সাইকেল থেকে সে ছিঁটকে পড়ে যায় রাস্তার পাশে থাকা জোড়া খুঁটির কাট-আউটের তারের উপর। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় বাসিন্দারা নিকটবর্তী গোকর্ণ ব্লকস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। 


No comments:

Post a Comment