14 July 2018

মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ের জন্য জমি পরিদর্শন রেজিনগর শিল্পতালুকে


ওয়েবডেস্ক, কথাবার্তা, রেজিনগর, ১৪ জুলাইঃ মুর্শিদাবাদে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় গড়ার জন্য সরকারি পর্যায়ে পরিদর্শন হল শনিবার দুপুর ২ টো সময় রেজিনগর শিল্পতালুকের জমি। পরিদর্শনে এসেছিলেন নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.শুভ শংকর সরকার, উচ্চ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব শ্রী শিলাদিত্য বসু রায়।

রেজিনগর শিল্পতালুক

উপস্থিত ছিলেন রেজিনগরের  বিধায়ক রবিউল আলম চৌধুরি ও বেলডাঙা-২ ব্লকের বিডিও শ্রী সমীর রঞ্জন মান্না সহ এলাকার সাধারণ মানুষ। রেজিনগর শিল্পতালুককে এদিন সকলকে নিয়ে একটি বৈঠকও হয়। এদিন রেজিনগর ছাড়াও বহরমপুর ও লালবাগের আরও দুটি জায়গা পরিদর্শন করেন।

শিল্পতালুকে বৈঠক 



No comments:

Post a Comment