ওয়েবডেস্ক, কথাবার্তা, রেজিনগর, ১৪ জুলাইঃ মুর্শিদাবাদে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় গড়ার জন্য সরকারি পর্যায়ে পরিদর্শন হল শনিবার দুপুর ২ টো সময় রেজিনগর শিল্পতালুকের জমি। পরিদর্শনে এসেছিলেন নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.শুভ শংকর সরকার, উচ্চ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব শ্রী শিলাদিত্য বসু রায়।
 |
| রেজিনগর শিল্পতালুক |
উপস্থিত ছিলেন রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরি ও বেলডাঙা-২ ব্লকের বিডিও শ্রী সমীর রঞ্জন মান্না সহ এলাকার সাধারণ মানুষ। রেজিনগর শিল্পতালুককে এদিন সকলকে নিয়ে একটি বৈঠকও হয়। এদিন রেজিনগর ছাড়াও বহরমপুর ও লালবাগের আরও দুটি জায়গা পরিদর্শন করেন।
 |
| শিল্পতালুকে বৈঠক |
No comments:
Post a Comment