17 June 2018

ঈদের দিনে দুঃস্থ গরীব মানুষদের বস্ত্র বিতরণ বেলডাঙার চৈতন্যপুরে


ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ১৭ জুন : পবিত্র  রমজান মাসকে ঘিরে যখন সারা বিশ্ব দুঃস্থ গরীব মানুষকে সাহায্যার্থে  মশগুল সেখানে গ্রামাঞ্চল কোন অংশে কম নয় কিন্তু। মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার চৈতন্যপুর উত্তরপাড়ার  তরুণ সংঘের উদ্যোগে পবিত্র ঈদ দিনের এলাকার প্রায় ১০০ জনের বেশি হিন্দু-মুসলিম দুঃস্থ গরীব মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।


খুশির ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ ও এলাকার বিশিষ্টজনেরা। তরুণ সংঘ ক্লাবের সম্পাদক মহ: মাহামুদুল হাসান বলেন, 'আমরা বিগত ২০০৮ সাল থেকে এই অনুষ্ঠান করে আসছি। খুশির ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি হিন্দু-মুসলিমদের মধ্যে সম্প্রীতি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে গড়ে তুলতে চাই এলাকায়।' 


No comments:

Post a Comment