ওয়েবডেস্ক, কথাবার্তা, গোলাম মুর্তুজ, ইসলামপুর, ২৬ এপ্রিল: ইসলামপুরে বাড়ির জমিকে কেন্দ্র করে ভাই ও ভাইপোদের হাতে খুন দাদা। ঘটনাটি ঘটেছে এদিন ইসলামপুর থানা এলাকার দূর্গাপুর লোচনপুর গ্রামে। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছাড়িয়েছে এলাকায়। মৃতের নাম সমসের আলি(৫৫)। জানা গেছে, দীর্ঘদিন ধরে বাড়ির জমি নিয়ে বিবাদ লেগেছিল মৃতের সঙ্গে তার ভাই ও ভাইপোদের। যার জেরেই বৃহস্পতিবার সকালে বাড়ির শৌচাগারের সামনে দাদা সমসেরকে একা পেয়ে ধারালো অস্ত্রে দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে ভাই আনসার সেখ ও তার ছেলে সাজরুল সেখ, জামসের সেখ, মহেদুল সেখ, রমিউল সেখ এবং তাদের একাজে সাহায্য করে বাড়ির বৌ সফিয়া বিবি বলে অভিযোগ। যদিও এই ঘটনা বাড়ির লোকজনের নজরে এলে তাতে বাধা দিতে গেলে তাদের ওপরে ও আক্রমণ করে অভিযুক্তরা বলে জানিয়েছে মৃতের মেয়ে মারসিনা বিবি। এদিনের এই ঘটনায় ৬ জনের নামে ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার।


No comments:
Post a Comment