ওয়েবডেস্ক,
আমতলা : ‘থাকব নাকো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎ-টাকে’ – কবি কাজি নজরুল ইসলাম কোন
ভাবাবেগ থেকে কথাগুলি বলেছিলেন জানি না। তবে মানুষ যে এই মুহুর্তে আর বদ্ধ ঘরে নেই
জগৎটাকে চোখের সামনে আনতে পেরেছেন এবং
ইচ্ছে মতো যে কোন স্থান ঘুরে আসছেন, তা আরো একবার প্রমাণ করে দিলো মুর্শিদাবাদ
জেলার নওদা থানার রঘুনাথপুর গ্রামের দুই সহদর ভাই মীর শাহিনূর রেজা (সাহি মীর) এবং
সৈয়দ শাহ্ আলম মর্তুজা( রবি মীর)। হঠাৎ তাদের মাথায় আসে মোটর বাইকে চেপে হিমালয়
ঘুরবে। ব্যাস, পরের দিন ভোর চারটের সময় হোন্ডা হর্নেট একটি মোটর বাইকে চেপে দুই
ভাই বেরিয়ে পড়ল। একটু বেলা হতেই এলাকার মানুষ শুনে হতবাক। পাহাড়ে ওঠার পূর্ব
অভিজ্ঞতা নেই, আত্মীয় স্বজনদের দুঃচিন্তা বাড়তে থাকল। অথচ এক নাগাড়ে গাড়ি চালিয়ে
চিনের বর্ডার সংলগ্ন সিকিমের গ্যাংটক, লাচুং, ইয়ামথাম, জিরোপয়েন্ট ঘুরে প্রায়
চোদ্দ হাজার ফুট উঁচুতে উঠে পৌষ মাসের কনকনে ঠাণ্ডায় গায়ে বরফ মেখে দুঃসাহসিক
অভিযান সম্পন্ন করে সাতদিন পরে নতুন বছরকে বহন করে ১ জানুয়ারি ২০১৭ তারিখে
সন্ধ্যায় বাড়ি ফিরে এলো। ভ্রমণকালে ওদের বুকে পিঠে বড়ো বড়ো অক্ষরে লেখা ছিল আই লাভ
ইন্ডিয়া।


No comments:
Post a Comment