ওয়েবডেস্ক, ডোমকল, ১০ জানুয়ারি : আসামী ভর্তি পুলিশ ভ্যানের সঙ্গে যাত্রী ভর্তি মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ২জন আসামী সহ ৮জন যাত্রী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ বহরমপুর-জলঙ্গি রাজ্য সড়কে ডোমকল থানার হিতানপুর মোড়ে। সূত্রের খবর, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ ডোমকল থানার পুলিশ আসামী ভর্তি ভ্যান নিয়ে বহরমপুর কোর্টের যাওয়ার উদ্দেশ্যে বের হয়। আবহাওয়া খারাপ থাকায় ডোমকল থানার হিতানপুর মোড়ে ডোমকলগামী একটি যাত্রী বোঝায় মারুতি ভ্যানের সঙ্গে পুলিশ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ২ জন আসামী সহ ৮ জন যাত্রী আহত হয়। স্থানিয় বাসিন্দাদের সহযোগিতায় ঘটনাস্থল থেকে আহতদের ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় বহরমপুর মেডিক্যাল কলেজে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্থানীয় বাসিন্দা রাসিদুল আলম জানায়- ‘হালকাভাবে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। আমি এই রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি ডোমকল যাব বলে। হঠাৎ দেখি বহরমপুরগামী একটি পুলিশ ভ্যানের সঙ্গে ডোমকলগামী মারুতি ভ্যানের মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলে আমরা ছুটে যায় এবং আহতদের ডোমকল মহকুমা হাসপাতালে পাঠিয়ে দিই।'


No comments:
Post a Comment