ওয়েবডেস্ক, সেখপাড়া, ১৫ জানুয়ারি : মুর্শিদাবাদ জেলার সেখপাড়া থানার কাহারপাড়া সীমান্তে ৮৩ নম্বর বি এস এফ ব্যাটেলিয়ন বেশ কিছু প্রাথমিক বিদ্যালয় ও ক্লাবকে আধুনিক প্রযুক্তির বৈদ্যুতিক সরঞ্জাম সহ ক্রীড়া সামগ্রী দান করলেন ১৩ জানুয়ারি। ১০টি প্রাথমিক বিদ্যালয়কে কম্পিউটার সহ যাবতীয় সরঞ্জাম এবং ১০টি ক্লাবকে এল ই ডি টিভি, ডি টি এইচ এছাড়াও ক্রিকেট, ফুটবল, ক্যারাম বোর্ড খেলার যাবতীয় সরঞ্জাম প্রদান করেন। পাশাপাশি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খাতা, পেন ও ব্যাগ বিতরণ করেন। এলাকায় এখন খুশির হাওয়া। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুরের ডি আই জি মধুসূদন শর্মা,  বি এস এফ কমান্ডো অফিসার এস কে পিল্লে ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
 


 
No comments:
Post a Comment