12 January 2017

গভীর রাতে রেজিনগরে জাতীয় সড়ক দুর্ঘটনায় মৃত ১, জাতীয় সড়ক অবরোধ স্থানীয় বাসিন্দাদের


ওয়েবডেস্ক, রেজিনগর, ১২ জানুয়ারি : গভীর রাতে লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাসস্ট্যান্ডে ধাক্কা মারলে মারা যায় এক পান ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে ৩৪ নং জাতীয় সড়কে রেজিনগর থানার দাদপুর বাসস্ট্যান্ডে  বুধবার রাত ১০ টার সময়। দুর্ঘটনা চাপা পরে মৃত্যু  হয় বাসস্ট্যান্ড সংলগ্ন এক পান ব্যবসায়ীর। মৃতের নাম ফজলুল সেখ(৫০)। বাড়ি  দাদপুর গ্রামে। চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা প্রায় ১ ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করে রাখে। দুর্ঘটনার প্রায় মিনিট ৩০ পর রেজিনগর থানার পুলিশ এসে আশঙ্কাজনক অবস্থায় ফজলুল সেখকে উদ্ধার করে  বেলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। সেখানে তাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।  প্রত্যক্ষদর্শী নিজামদ্দিন সেখ জানান, ‘আমার দাদপুর জাতীয় সড়কের পাশে বাড়ি। রাত সাড়ে ১০টা নাগাদ বাড়ির বাইরে এসে দেখি একটি ইট ভর্তি কলকাতাগামী লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাদপুর বাসস্ট্যান্ডে গিয়ে ধাক্কা মেরে উল্টে যায়। এক পান ব্যবসায়ী চাপা পরে আছে ভেতরে। ঘটনাস্থলে কিছুক্ষনের মধ্যে  পুলিশ আসে এবং ফুজলুল সেখকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাবার ব্যবস্থা করে। হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়।'


No comments:

Post a Comment