11 November 2016

জাতীয় শিক্ষা দিবসে মাধ্যমিক পরীক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য প্রস্তুতির আলোচনা বেলডাঙা সিনিয়র মাদ্রাসাতে


ওয়েবডেস্ক, ১১ নভেম্বর : স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন ১১ নভেম্বর জাতীয় শিক্ষা-দিবস উপলক্ষ্যে  মাধ্যমিক পরীক্ষার্থীদের কি করলে লিখিত পরীক্ষায় ভালো ফলাফল হবে তার জন্য পরীক্ষার্থীদের নিয়ে এক  আলোচনা সভার আয়োজন করল বেলডাঙা দারুল হাদীস সিনিয়র মাদ্রাসা। বেলডাঙার বিভিন্ন বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকরা উপস্থিত ছিলেন এই আলোচনায়। শিক্ষকরা বিষয়ভিত্তিক ধারণা দেন পরীক্ষার্থীদের কি করে লিখলে ভালো নম্বর পাওয়া যাবে সে সম্পর্কে। বাংলা পরীক্ষায় কিভাবে লিখলে ভালো নম্বর পাওয়া যাবে সে সম্পর্কে আলোচনা করেন আব্বাস আলি - প্রধান শিক্ষক, মির্জাপুর হাজী সোলেমান চৌধুরী হাই স্কুল ( উচ্চ মাধ্যমিক)। গণিত বিষয়ে ধারনা দেন আনারুল হক - সহকারী প্রধান শিক্ষক, হরেকনগর এ.এম.ইনস্টিটিউশন ( উচ্চ মাধ্যমিক)। ভৌতবিজ্ঞানের আলোচনা করেন নুরজামান সেখ - সহকারী শিক্ষক - সি.আর.জি.এস. হাই স্কুল ( উচ্চ মাধ্যমিক)। ভূগোল বিষয়ে কিভাবে লিখতে হবে ধারনা দেন যাদব কুমার ঘোষ - সহকারী শিক্ষক, মানিকনগর হাই স্কুল ( উচ্চ মাধ্যমিক)। ইতিহাস পরীক্ষায় লেখার ব্যাপারে আলোচনা করেন মোহাঃ সাজ্জাদ হোসেন - সহকারী শিক্ষক,  মানিকনগর হাই স্কুল ( উচ্চ মাধ্যমিক)। অন্যান্য বিষয়গুলি সম্পর্কে সংশ্লিষ্ট মাদ্রাসার সহকারী শিক্ষক শ্রী ললিত রায়,  মোঃ ইউসুফ ও মহিদুল ইসলাম ধারনা দেন। বেলডাঙার বিভিন্ন স্কুল ও  মাদ্রাসার মোট ২৫০ জন পরীক্ষার্থী এই আলোচনা সভায় অংশগ্রহণ করেছিল। আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার সহকারী মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক শ্রী গৌতম বন্দ্যোপাধ্যায়, মোহাঃ ইপ্তেখার আহমেদ -মুর্শিদাবাদ জেলার সহকারী মাধ্যমিক বিদ্যালয় ও ভারপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষা এবং ডঃ সুজাতা মুখোপাধ্যায় - ভারপ্রাপ্ত অধ্যাপিকা বেলডাঙা এস. আর. এফ. কলেজ। সেই সঙ্গে বেলডাঙা দারুল হাদীস সিনিয়র মাদ্রাসার পক্ষ থেকে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের হাতে পেন, খাতা, স্কেল, পিচবোর্ড ও কভার ফাইল ইত্যাদি সামগ্রী তুলে দেওয়া হয়। মাদ্রাসার শিক্ষারত্ন ও রাষ্ট্রপতি পুরষ্কারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট  মোঃ নুরুল ইসলাম মিয়া পরামর্শ দেন - "মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে সময় নষ্ট না করে প্রস্তুতির লক্ষ্যে প্রতিটি মূহুর্তকে কাজে লাগানোর ।" পরীক্ষার্থীরা এই ধরনে লিখিত পরীক্ষার প্রস্তুতির উপদেশ অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে পেয়ে খুব খুশি। 

No comments:

Post a Comment